স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদের বাবার ইন্তেকাল

আজকের খবর কুষ্টিয়া সদর
নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের বাবা আবুল হোসেন মারা গেছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে শহরের আড়ুয়াপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যু কালে তিনি স্ত্রী ও ৬ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।
মরহুম আবুল হোসেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত হাসান উদ্দিন হাওলাদারের বড় ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী ক্যাশিয়ার পদে সুনামের সাথে চাকরি জীবন শেষ করেন।
শনিবার রাত ১০টার সময় কুষ্টিয়া পৌর কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্দুল হাকিম মাসুদ।
আবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শেয়ার করুন