ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সাহেদ হাসান। বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. আমানুর আমান-কে ১২ মার্চ ২০২৫ তারিখ থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-রেজিস্ট্রার (তপ্রজ) হিসেবে উক্ত অফিসে পুনরায় যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোঃ সাহেদ হাসান, উপ-রেজিস্ট্রার (তপ্রজ)-কে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ দায়িত্ব পালন করবেন এবং নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।”
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, “ড. আমানুর আমান, সাবেক পরিচালক (তপ্রজ)-কে তাঁর একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হলো।”