ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান নিজ অফিসে যোগদান করেছেন। শনিবার তাঁকে যোগদান পরবর্তী ফুলেল শুভেচ্ছা জানান অফিসের সদ্যবিদায়ী পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমানুর আমান, উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম, উপ-রেজিস্ট্রার(ফটোগ্রাফী) শেখ আবু সিদ্দিক (রোকন) এবং উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন।
উল্লেখ্য যে, গত ১২ মার্চ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসানকে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ভাইস চ্যান্সেলরের নিয়োগদানের বিষয়টি জানানো হয়।
