নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২৭ দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হযেছেন, সিনিয়র আইনজীবী সহকারী মোঃ শাহজাহান আলী। সর্বমোট ১২৩ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আলী পেয়েছেন ২৯ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসলেম উদ্দিন ৯০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন মোল্লা পেয়েছেন ৩৩ ভোট।
এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দুইজন আ: মান্নান ৮০ ভোট এবং রবিউল ইসলাম ৬১ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান পেয়েছেন ৩৯ ভোট , শফিকুজ্জামান স্বপন পেয়েছেন ২৯ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুজন আশরাফুল ইসলাম ৫৩ ভোট এবং হাসান পারভেজ হিরু ৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান (২) পেয়েছেন ৩০ ভোট ও আশরাফুল ইসলাম(২) পেয়েছেন ২৪ ভোট ।