খুলনা বিভাগের  বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনয় সভা অনুষ্ঠিত 

আজকের খবর জাতীয় রাজনীতি সারাদেশ
বিশেষ প্রতিনিধি :
বৃহস্পতিবার  যশোরের একটি হোটেলে যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সমন্বয়ে  মতবিনিময় সভায়  খুলনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান  অতিথির বক্তব্যে রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বক্তব্য রাখেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন  প্রমুখ নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয়  যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতারা সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন