শৈলকুপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন এর উদ্যোগে স্মরনসভা, বৃত্তিপ্রদান ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মরহুম অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মরহুম অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা, গুণীজন সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান পিএইচডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানী বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম। এছাড়া মরহুম অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের সহ সভাপতি রংপুর ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুব উল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের সদস্য-সচিব স্বপন বাগচী। পরে শৈলকুপা উপজেলার বিভিন্ন স্কুলের কৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারঃ) ড. মোঃ ওয়ালিউর রহমান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারঃ} মোঃ সাহেদ হাসানসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কৃতি ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
