শ্রমিক দলের ইফতার মাহফিলে অনেক রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

আজকের খবর কুষ্টিয়া সদর রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :

গত পাঁচ আগস্ট অনেক রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। কিন্তু আসলে কি আমরা মুক্ত হতে পেরেছি? এটা ঠিক না। এখনো আমরা ক্ষমতায় আসিনি, ক্ষমতায় রয়েছে কেয়ারটেকার সরকার। এমন কিছু করা যাবে না, যেটার দায়ভার জনগণ আমাদের ঘাড়ে চাপিয়ে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এই দলে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই।

জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

১৫ মার্চ (শনিবার) শহরের ত্রিমোহনী এলাকায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় জেলা শ্রমিকদলের সভাপতি মোখলেসুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন,গত পাঁচ আগস্ট অনেক রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। কিন্তু আসলে কি আমরা মুক্ত হতে পেরেছি? এটা ঠিক না। এখনো আমরা ক্ষমতায় আসিনি, ক্ষমতায় রয়েছে কেয়ারটেকার সরকার। এমন কিছু করা যাবে না, যেটার দায়ভার জনগণ আমাদের ঘাড়ে চাপিয়ে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এই দলে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে দিয়েছে কেউ যদি অন্যায় করে, কেউ যদি লুটপাট করে তাহলে তাকে চিরতরে বহিষ্কার করতে হবে।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

ইফতার মাহফিলে আর উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর থানার যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরওয়ার হোসেন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম মিরাজ, জেলা শ্রমিক দলের সহ সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু, দপ্তর সম্পাদক আঃ কুদ্দুস, সদর থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক ও কুষ্টিয়া রেণউইক এন্ড যজ্ঞেশ্বর সিবিএর নবনির্বাচিত সভাপতি রফিক আহমেদ, কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়ন ৭২ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, শহর শ্রমিকদলের আহবায়ক শঞ্জয় দত্ত, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, পরিবহন শ্রমিক নেতা রুবেল আলম লালচাঁদ, শ্রমিক নেতা মারফত আলী, ১৮ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান লালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ।

শেয়ার করুন