‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’র দায়িত্ব পেলেন এ্যাড. অপু

আজকের খবর কুষ্টিয়া সদর রাজনীতি সারাদেশ
নিজস্ব প্রতিবেদকঃ কেন্দ্রীয় বিএনপি গঠিত নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেলের দায়িত্ব পেলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান অপু।
গত ১৪ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় প্যাডে এই অনুমোদন দেওয়া হয়। এর পূর্বে সংবাদ সম্মেলন করবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, দেশে নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ায় দলীয় আইনজীবী এবং চিকিৎসকদের সমন্বয়ে নারী ও শিশুদের জন্য দুটি সেল গঠন করেছে বিএনপি। সারা দেশে ৮৪ সাংগঠনিক জেলায় এই সেল গঠন করা হয়েছে। এই সেল সারা দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা ঘটনার তথ্য সংগ্রহ করবে।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সেল গঠনের তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সেল দুটি হলো- ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ এবং ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল’।
সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বর্তমান সময়ে নির্যাতিত আছিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনোমতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে।কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে।’
শেয়ার করুন