কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আজকের খবর কুষ্টিয়া সদর রাজনীতি সারাদেশ
নিজস্ব প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দোয়া মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক (সাবেক সংসদ সদস্য)বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইন্জিনিয়ার জাকির হোসেন সরকার।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন