শুক্রবার সকালে ঐতিহ্যবাহী কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ক্লাবের আহবায়ক মেজবাউর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জিমনাস্টিক ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আব্দুল লতিফ শেখ, কাজল মজমাদার, এ্য।ড: শামিমুল হাসান অপু। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন।
