কোয়ালিটি একাডেমীক ফ্যামিলি স্কুলের এসএসসি-২০২৫ ব্যাচের বিদায় অনুষ্ঠান 

আজকের খবর কুষ্টিয়া সদর
নিজস্ব প্রতিবেদকঃ কোয়ালিটি একাডেমীক ফ্যামিলি স্কুলের আয়োজনে এসএসসি-২০২৫ ব্যাচের বিদায় ও প্রাত্তণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
গত শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বাজার সংলগ্ন কোয়ালিটি একাডেমীক ফ্যামিলি বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান অপু।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি এ্যাড. অপু বলেন, স্কুলের শিক্ষক ও তোমাদের অভিভাবকরা তোমাদের দিকে চেয়ে আছে। ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করে তোমাদের স্কুল ও পরিবারের মুখ উজ্জ্বল করবে। তোমরা লেখাপড়া করে মানুষের মত মানুষ হবে, এই দোয়া আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য রইল। জাতি গড়ার কারিগর হিসেবে তোমরা নিজেদের গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।
কোয়ালিটি একাডেমীক ফ্যামিলি বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা শাহিনুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আসিফ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া টিটিসির সিনিয়র ইনস্ট্রাক্টর সোহেল রানা, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও বিজ্ঞানী গৌতম কুমার রায়।
অনুষ্ঠানে ১শত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শেয়ার করুন