ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর আই.আই.ই.আর (ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স) এর পরিচালক হিসেবে দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইকবাল হোছাইন—কে যোগদানের তারিখ হতে আগামী ৩ (তিন) বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
প্রফেসর ড.মো.ইকবাল হোছাইন কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা‘ওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি একই বিভাগ হতে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে চ্যান্সেলর স্বর্ণপদক পান। তিনি ১৯৯৯ সালে প্রভাষক হিসেবে বিভাগে যোগদান করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ তিনি পিএইচডি সম্পন্ন করেন। ২০০৭ সালে লন্ডন বিশ্ববিদ্যলয় থেকে থিওলজীতে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল Contemporary Faith. অত:পর ইষ্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে Human Rights বিষয়ে পিজিসি সম্পন্ন করেন। সেখানে থাকাকালীন সময়ে তিনি ‘রয়েল কলেজ অব লন্ডনে খন্ডকালীন শিক্ষকতা করেন। ২০১৩ সালে তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রয়েল গেষ্ট হিসেবে হজব্রত পালন করেন। ২০১৩ থেকে ব্যাংককস্থ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পিচ স্টাডিজের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। একই বছর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ নেয়ার জন্যে বিশ্বের প্রায় ২৩টি দেশ ভ্রমণ করেন। এবছর এপ্রিলে আমেরিকান ফেডারেল সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট সফরে বাংলাদেশ টিমের নেতৃত্ব দেন। তিনি মূলত: আন্তধমীর্য় সংলাপ, নারী অধিকার ও ইসলাম, মুসলিমবিশ্ব ও যুব উন্নয়নে কাজ করেন। তাঁর ১৫ টি বই ও ২৯টি গবেষণা প্রবন্ধ দেশী—বিদেশী জার্ণালে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২ সন্তানের জনক।