ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম আযম বিশ্বাস পলাশ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উপজেলা রোডের নিজ বাসভবনে বৃহস্পতিবার রাতে স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব সদর উপজেলা মসজিদে অনুষ্ঠিত হয় ও পরে পৌর গোরস্থানে দাফন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জানাজার নামাজে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত), সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাত্রবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৮ বছর, ৫ ভাই ও ৩ বোন, মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে চৌড়হাস উপজেলা রোডের নিজ বাসভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ছুটে যান এবং অনেকে কান্নায় ভেঙে পড়েন। সংবাদ বিজ্ঞপ্তি