দৌলতপুরে পলিথিনে ভ্রাম্যমান আদালতের জরিমানা দৌলতপুর

আজকের খবর দৌলতপুর

(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার সকালে কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানগত ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ  ও  কঠোর ভাবে  মনিটরিং করার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, হোসেনাবাদ ও থানা বাজার এলাকায় পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। গতকাল শুক্রবার ( ১ নভেম্বর)  সকালে পলিথিন ব্যাগ মজুদ ও বাজারজাত করণের দায়ে চার ব্যাবসায়িকে ৬ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি বলেন, অভিযানের প্রথম দিন সকলের মাঝে পলিথিন ব্যাবহারের কুফল ও সরকারের পলিথিন নিষিদ্ধ করার বিষয়ে সচেতনতা তৈরি করা হয় পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ হয় বাংলাদেশে। পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সফল মিলেনি সে আইনে।

শেয়ার করুন